মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য জোরদারে হতে চাই ‘শক্তিশালী কণ্ঠ’ : রুশনারা আলি

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য জোরদারে হতে চাই ‘শক্তিশালী কণ্ঠ’ : রুশনারা আলি

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারে শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে থাকতে চান বাংলাদেশের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক দূত রুশনারা আলি। বাংলাদেশকে অত্যন্ত উদ্ভাবনী ও সৃষ্টিশীল রাষ্ট্র হিসেবে অভিহিত করে তিনি বলেন, কাজ শুরুর জন্য এটি খুব ভালো জায়গা। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দূত হিসেবে প্রথমবারের মতো গত রবিবার তিনি বাংলাদেশ সফর শুরু করেন। সফরের প্রথম দিনে বার্তা সংস্থা ইউএনবিকে তিনি এ কথা জানান। বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলি বলেন, বাংলাদেশ যাতে আরও অগ্রগতি সাধন করতে পারে সে জন্য তিনি দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও টেকসই করার ওপর গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে জোরালো বাণিজ্য সম্পর্কের সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে আমি বাংলাদেশ সরকার ও আমাদের সরকারের সঙ্গে কাজ করতে খুবই আগ্রহী। রুশনারা আলি বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর দূত হিসেবে বাংলাদেশ সম্পর্কে আরও জানতে তিনি এ সফর করছেন, বাণিজ্যবিষয়ক দূত হলেও রুশনারা আলি অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার বিষয়ও গুরুত্ব দিতে চান। এ বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে তিনি অভিহিত করেন। রুশনারা আলি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ককে আরও জোরালো করতে চায়। বাংলাদেশকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে রুশনারা আলি বলেন, বাংলাদেশ সরকার বড় বিনিয়োগ প্রকল্পগুলোতে গুরুত্ব দিচ্ছে যেনে তিনি খুবই আনন্দিত। তিনি বলেন, আপনাদের ভালো অবকাঠামো থাকতে হবে। এটি বড় পার্থক্য সৃষ্টি করবে। রুশনারা আলি বিনিয়োগ বাধাগুলো দূর করার ওপরও জোর দেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রভাব এবং যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা প্রসঙ্গে রুশনারা আলি বলেন, আলোচনার অংশ হিসেবে বিভিন্ন দেশ ও তাদের দূতরা এ ব্যাপারে কাজ করবেন।

সর্বশেষ খবর