মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

শেখ হাসিনার হাতে কোনো ক্ষমতা নেই, ক্ষমতা জনগণের হাতে : অর্থ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, এ দেশে অনেকে ইতিহাস পাল্টাতে চেয়েছে; কিন্তু কেউ তা পারেনি। আসলে ইতিহাস কেউ পাল্টাতে পারে না। কিছু লোক পাল্টাতে চেয়েছে। অবশ্য তাদের কেউ এখন বেঁচে নেই। জনগণ জানে মুক্তিযুদ্ধে কার এবং কাদের অবদান ছিল। তিনি এও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কোনো ক্ষমতা নেই। ক্ষমতা আমাদের হাতে, আমাদের মতো জনগণের হাতে ক্ষমতা রয়েছে। কারণ সব ক্ষমতার উৎস জনগণ। গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় এসব বলেন প্রতিমন্ত্রী। মানবাধিকার জোটের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের বিজয় আমাদের অহংকার’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এতে মানবাধিকার জোটের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. গোলাম মাওলা, গায়ক-গীতিকার শামীম রুমি টিটন ও জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর প্রমুখ।

সর্বশেষ খবর