মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নকলনবিসদের কর্মবিরতিতে ভোগান্তি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক

এক্সট্রা মোহরারদের (নকলনবিস) চাকরি সরকারিকরণের দাবিতে ৪ ডিসেম্বর থেকে চলছে কলম ও কর্মবিরতি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তলব ও দলিলের নকল তুলতে আসা ভূমিমালিকরা। বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিস) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যত দিন পর্যন্ত দাবি মানা না হবে, তত দিন তাদের কলম ও কর্মবিরতি চলবে। আর ২২ ডিসেম্বরের পর থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। ৬১টি জেলা রেজিস্ট্রি অফিসের অধীনে সদর মহাফেজখানাসহ ৫০১টি সাবরেজিস্ট্রি অফিসে অবিরাম কলম ও কর্মবিরতি কর্মসূচি চলছে। এ ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সর্বশেষ খবর