মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঘরোয়া হোটেল মালিকের ফাঁসি দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

কিশোর রিয়াদ হত্যার অভিযোগে ঘরোয়া হোটেলের মালিক সোহেল বয়াতির ফাঁসির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন শ্রমিকরা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। শ্রমিক নেতারা জানিয়েছেন, রিয়াদ ঘরোয়া হোটেলেই শ্রমিক হিসেবে কাজ করতেন। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত ২৮ অক্টোবর রিয়াদ হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি  দেওয়া হয়। এরপরও অভিযুক্ত সোহেলের গ্রেফতারের দীর্ঘসূত্রিতায় সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান নিয়ে সংশয় দেখা দিয়েছে।

যদি সোহেল বয়াতিকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে এর পরিপ্রেক্ষিতে সৃষ্ট যে কোনো ঘটনার দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর