বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

টিআইবি প্রতিবেদন স্ববিরোধী : ইউজিসি

নিজস্ব প্রতিবেদক

গত রবিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক প্রকাশিত ‘সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ : সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক প্রতিবেদন স্ববিরোধী বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল ইউজিসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে প্রভাষক নিয়োগে ইউজিসির তেমন কোনো ভূমিকা নেই। প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজ নিজ আইন দ্বারা পরিচালিত। অথচ টিআইবির প্রতিবেদনে বলা হলো, নিয়োগের ক্ষেত্রে ইউজিসির কর্মকর্তারা প্রভাব বিস্তার করে থাকে। টিআইবির প্রতিবেদনটি যে স্ববিরোধী এবং ভিত্তিহীন তা প্রমাণের জন্য তাদের প্রতিবেদনই যথেষ্ট। ইউজিসি আরও উল্লেখ করে, টিআইবি কী কারণে ইউজিসির মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে জড়িয়ে উদ্ভট, মনগড়া, কাল্পনিক ও স্ববিরোধী প্রতিবেদন প্রকাশ করেছে তা আমাদের কাছে বোধগম্য নয়।

সর্বশেষ খবর