বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধের বিচার

গাইবান্ধার ছয়জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার আবদুল জব্বার মণ্ডলসহ ছয়জনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগসহ চারটি অভিযোগ আনা হয়েছে। গতকাল রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার জ্যেষ্ঠ সদস্য সানাউল হক এ কথা জানান। ২০১৫ সালের ১২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন। অন্য আসামিরা হলেন মো. জাফিজার রহমান ওরফে খোকা, আবদুল ওয়াহেদ মণ্ডল, আজগর হোসেন খান, মোন্তাজ আলী ব্যাপারী ও মো. রনজু মিয়া। তাদের মধ্যে রনজু মিয়া গ্রেফতার হয়েছেন। বাকিরা পলাতক।

সর্বশেষ খবর