রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

কলকাতায় বইমেলা উদ্বোধন করলেন বাংলাদেশের চার কবি-সাহিত্যিক

কলকাতা প্রতিনিধি

মঙ্গল প্রদীপ জ্বালিয়ে গতকাল কলকাতার নিউ টাউনে বইমেলার উদ্বোধন করেছেন বাংলাদেশের কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, সেলিনা হোসেন, রফিকুল্লা খান এবং কবি জয় গোস্বামী।

উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, সচিব দেবাশিস সেন, দুরদর্শন কেন্দ্র কলকাতার সাবেক ডিরেক্টর পঙ্কজ সাহা, কলকাতার বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মোফাকখারুল ইকবাল। এ বইমেলা চলবে আগামী ১ জানুয়ারি পর্যন্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বইমেলার সাফল্য কামনা করে ইমদাদুল হক মিলন বলেন, আমি আশা করব এই মেলাটি অত্যন্ত প্রাণবন্ত হবে। আমরা যেন বাংলাদেশে ফিরে গিয়ে এই মেলাকে উদাহরণ হিসেবে তুলে ধরতে পারি। এই মেলা যেন সেই জায়গায় পৌঁছায়। তিনি বলেন, সাহিত্য মানুষের জীবনের ভিতরটাকে বদলে দেয়, মানুষের চেতনার জগতটাকে বদলে দেয়। বইয়ের অবদানের কথা তুলে ধরে সেলিনা হোসেন বলেন, বই আমাদের প্রাণের বিষয়, বই আমাদের চেতনার বিষয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যের বিষয়। সবকিছু মিলিয়ে বইকে পাঠকদের কাছে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব, কর্তব্য। এভাবে যদি বইমেলার আয়োজন করা হয় তবে সেটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমাদের সচেতন জনগোষ্ঠী গড়ে ওঠে, যারা বইকে কেন্দ্র করে নিজেদের আবেগ, চেতনাকে নিয়ন্ত্রণ করবে এবং নিজেদের প্রতিরোধের জায়গাকে পূর্ণ করে তুলবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত লেখক কবি শঙ্খ ঘোষের সঙ্গে দেখা করেন ইমদাদুল হক মিলন ও সেলিনা হোসেন। কলকাতার তার বাসায় বেশ কিছুক্ষণ সময় কাটান তারা। জ্ঞানপীঠ পুরস্কার পাওয়ায় তাকে শুভেচ্ছা জানান বাংলাদেশের এই দুই সাহিত্যিক।

সর্বশেষ খবর