সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

জিয়ার কবর ঢাকা শহরকে পবিত্র করেছে

——— এমাজউদ্দীন আহমদ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেছেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় সম্পদ। তার কবর ঢাকা শহরকে পবিত্র করেছে। স্বৈরশাসক আইয়ুব খানের চিন্তাধারায় লুই আই কানের আঁকা নকশা বাস্তবায়ন করা বাংলাদেশ সরকারের নীতিগত ভুল সিদ্ধান্ত। এ স্বপ্ন বাস্তবায়ন থেকে বিরত থাকুন।’

গতকাল জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে সরকারের উদ্দেশে তিনি এ কথা বলেন। ‘লুই কানের নকশা : পাকিস্তানের পতাকার আদলে স্বৈরাচারী আইয়ুবের স্বপ্নের প্রতিফলন’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম। সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা খালেদা ইয়াসমীন, শাজাহান মিয়া সম্রাট, মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

এমাজউদ্দীন আহমদ বলেন, সরকারের যদি সামান্যতম ন্যায়বোধ থাকে তাহলে একজন চিরশায়িত ব্যক্তিকে (জিয়াউর রহমানকে) ডিস্টার্ব করতেন না। প্রধানমন্ত্রী আপনি কত বছর ক্ষমতায় থাকবেন, ১০ বছর কিংবা ২০ বছর? একদিন তো ক্ষমতা ছাড়তে হবে। তবে যখনই ক্ষমতা ছাড়েন না কেন এর প্রতিক্রিয়া হবে দীর্ঘ সময়ের জন্য। যা হবে খুবই ভয়ঙ্কর, মারাত্মক। তিনি বলেন, জিয়াউর রহমানকে বিএনপির প্রতিষ্ঠাতা বা নেতা এভাবে চিন্তা করা ঠিক হবে না। তিনি জাতির সম্পদ। শুধু তিনিই নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তাজউদ্দীন আহমদ, এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানীও জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাদের প্রতি ন্যূনতম ঈর্ষা জাতি কিছুতেই মেনে নেবে না।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রবীণ এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, ‘আপনাকে আপনার চারপাশের লোকজন ভুল বোঝাচ্ছে। অতীতেও আপনাকে ভুল বুঝিয়ে গণভবন এক টাকার বিনিময়ে রেজিস্ট্রি করে নিতে বলেছিল। কারা এ কাজটি করেছিল, তাদের আমরা সবাই চিনি। তারা আপনাকে বিপথে পরিচালিত করতে চায়।’

সর্বশেষ খবর