সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মুক্তিযুদ্ধের মতো মহৎ ও শ্রেষ্ঠ কাজ আর নেই

——— আরেফিন সিদ্দিক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের মতো বড়, মহৎ ও শ্রেষ্ঠ কাজ আর নেই। এই যুদ্ধে মুক্তিযোদ্ধারা মৃত্যুবরণ করে মৃত্যুঞ্জয়ী হয়েছেন। তিনি গতকাল বিকালে গাজীপুরে শ্রীপুর পৌরসভার মাওনায় একটি প্রাইভেট বালিকা বিদ্যালয়ের উদ্বোধন ও মুক্তিযোদ্ধাদের স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা সবচেয়ে বড় শক্তি। তাদের কেবল জিপিএ-৫ পাওয়ানোই শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ নয়। তাদের সুদক্ষ, সুশিক্ষিত, সততা, দেশপ্রেম এবং মূল্যবোধের জিপিএ-৫ পাওয়াতে হবে। নিয়মিত শিক্ষা কারিকুলামের বাইরে শ্রেণিকক্ষে দেশ সৃষ্টির ইতিহাস এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে।

শিক্ষানুরাগী মোবারক হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলী, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার কাজী মোজাম্মেল হক, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের অধ্যক্ষ ও প্রেসক্লাবের সভাপতি নূরুন্নবী আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর