মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘লুটপাটের জন্যই গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

বিএনপি অভিযোগ তুলেছে, ‘লুটপাট আর ক্ষমতাসীনদের পকেট ভারী করতেই গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’ দলটির দাবি ‘গ্যাস কোম্পানিগুলোর মোটা অঙ্কের মুনাফার পরও সরকার বছর না ঘুরতেই মাত্র নয় মাসের ব্যবধানে গ্যাসের মূল্য দ্বিগুণ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। গ্যাস খাতে সরকারের কোনো লোকসান  নেই। মোটা অঙ্কের মুনাফা করছে সরকার। তারপরও কেন গ্যাসের দাম বাড়ানো হচ্ছে তা বোধগম্য নয়।’ গতকাল সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ প্রশ্ন তোলেন। বিএনপির এই নেতা বলেন, ‘গ্যাসের এই মূল্য বৃদ্ধির উদ্দেশ্য হচ্ছে লুটপাট, সরকারি দল ও ক্ষমতাসীনদের স্বজনদের পকেট ভারি করা। রিজভী আহমেদ বলেন, ‘এমনিতে সাধারণ মানুষ নিদারুণ কষ্টে জীবনযাপন করছে। এর মধ্যে গ্যাসের মূল্য বৃদ্ধি হলে তাদের জীবনযাত্রার ব্যয়ভার আরও বেড়ে যাবে। জনগণের অতি প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য সবকিছুর ওপর এর প্রভাব পড়বে। বাসা ভাড়া থেকে শুরু করে পরিবহন ভাড়া বাড়বে,  সেই সঙ্গে দাম বাড়বে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের। ব্যবসা-বাণিজ্যের খরচ বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা কষ্টকর হবে। মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ বাড়বে, মূল্যস্ফীতি  বেড়ে যাবে। চাপে পড়বে দেশের অর্থনীতি।’

গ্যাসের দাম বাড়লে বিএনপি কর্মসূচি দেবে কিনা জানতে চাইলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আমরা বাস্তবায়নের পর্যায়টা  দেখি এটা বাস্তবায়ন করছে কিনা। আমরা তো এখন দাবি জানালাম, প্রতিবাদ করলাম, আহ্বান জানালাম। অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনও প্রতিবাদ জানাচ্ছে। সুতরাং সরকারের এক্ষেত্রে ভূমিকা  দেখি। নিশ্চয়ই আমাদের দলের নীতিনির্ধারকরা বসে একটা সিদ্ধান্ত নেবে।’ সংবাদ সম্মেলনে দলের  চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব  সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর