বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মিয়ানমার নৌবাহিনীর গুলিতে ৬ বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা বাংলাদেশি জেলেদের একটি ট্রলারকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া  গেছে। এতে ওই ট্রলারের ছয় জেলে গুলিবিদ্ধ হন। তা?দের প্রাথমিক চিকিৎ?সা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে সেন্টমার্টিনের পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে  মৌলভীর শীল এলাকায় এ ঘটনা ঘটে। ট্রলারে থাকা গুলিবিদ্ধ জেলেরা হলেন কক্সবাজারের নুনিয়ারছড়ার উসমান গনি (২২), রফিকুল ইসলাম (৩০), নুর আহমদ (৩২), কক্সবাজারের ওসমান গনি (৩৫) ও মোহাম্মদ আলম (৩০) এবং কক্সবাজার মহেশখালীর সাইফুল ইসলাম (৩৫)। কোস্টগার্ড ও জেলেদের ভাষ্যমতে, গত শুক্রবার কক্সবাজারের বাসিন্দা সুলতান আহমদের মালিকানাধীন এফবি জাবিনা-খালেদা-১ নামের একটি মাছ ধরার ট্রলারে করে ১৪ জন জেলে বঙ্গোপসাগরে মাছ শিকারে বের হন। তারা গতকাল সকালের দিকে সেন্টমার্টিনের পূর্ব-দক্ষিণে মৌলভীর শীল এলাকায় জাল  ফেলে মাছ শিকার করছিলেন। এ সময় হঠাৎ করেই মিয়ানমারের  নৌবাহিনীর একটি জাহাজ তাদের জলসীমা অতিক্রম করে ট্রলারটিকে ধাওয়া দিয়ে গুলিবর্ষণ করে। তখন জেলেরা জাল  ফেলে ট্রলার নিয়ে পালানোর সময় কয়েকজন জেলে গুলিবিদ্ধ হন। পরে তারা বিকাল ৫টার দিকে ট্রলারটি নিয়ে সেন্টমার্টিন  জেটি ঘাটে পৌঁছান। স্থানীয় লোকজন ও কোস্টগার্ডের সদস্যরা গুলিবিদ্ধ জেলেদের স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

সর্বশেষ খবর