বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে ২০ হাজার অপারেশন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি বছর নানা চক্ষু রোগে আক্রান্ত ২০ হাজার রোগীকে অপারেশন ও অন্তত ৪ লাখ মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়। ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সেখানে ৮০ লক্ষাধিক চক্ষু রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এখন নতুন উদ্যোগ ‘ভিশন সেন্টার’-এর মাধ্যমে প্রতি বছর ৫ থেকে ৮ লাখ রোগীর চক্ষু চিকিৎসা, অন্ধত্ব নিবারণ ও রোগ প্রতিরোধ করা সম্ভব। গতকাল দুপুরে হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। হাসপাতালের সংবাদ সম্মেলন কক্ষে ‘চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র এবং অরবিস ইন্টারন্যাশনালের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মনির আহমেদ, ইনস্টিটিউট অব কমিউনিটি অব থালমোলজির অধ্যাপক ডা. মুনিরুজ্জামান ওসমানী, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র কনসালট্যান্ট ডা. মোহাম্মদ কামরুল ইসলাম।

সর্বশেষ খবর