বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী জেলা সম্মেলনে সম্প্রীতি রক্ষার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী তিনটি করে ছয়টি জেলার প্রধানদের (ডিসি-ডিএম) দ্বিপক্ষীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে নিরাপত্তা জোরদারে সীমান্ত এলাকায় সড়ক নির্মাণ, সীমান্তে উত্তেজনা ও সংঘর্ষ পরিহারসহ ১০টিরও বেশি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। গতকাল সকাল ১০টায় নগরীর মোটেল সৈকতে এই সম্মেলন শুরু হয়। সম্মেলনে দুই দেশের সীমান্তবর্তী জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও মৌলভীবাজার, উনাকাঠি, ধলাই ও উত্তর ত্রিপুরা জেলার প্রশাসক, বিজিবি প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমিন। উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন দুই দেশের সম্প্রীতি ও বন্ধন সবসময় অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, একযোগে কাজ করে দুই দেশের সীমান্তে বিরাজিত সব ধরনের সমস্যার সমাধান করতে হবে। ভারতীয় প্রতিনিধি দলের নেতা পি আর ভট্টাচার্য তার বক্তব্যে উভয় দেশের সুসম্পর্কের ইতিহাস তুলে ধরেন এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ খবর