বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

শিল্পাচার্য জয়নুলের আজ ১০২তম জন্মবার্ষিকী

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পাচার্য জয়নুলের আজ ১০২তম জন্মবার্ষিকী

বাংলাদেশের শিল্প আন্দোলনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদীনের আজ ১০২তম জন্মবার্ষিকী। ১৯১৪ সালের এই দিনে তিনি কিশোরগঞ্জের কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা তমিজউদ্দিন আহমেদ ছিলেন পুলিশের দারোগা, মা জয়নাবুন্নেছা গৃহিণী। নয় ভাইবোনের মধ্যে শিল্পাচার্য ছিলেন সবার বড়। ছবি আঁকার প্রতি জয়নুলের গভীর মনোযোগ ছিল ছোটবেলা থেকেই। তিনি রংতুলিতে বাংলাকে শৈল্পিকভাবে তুলে ধরেছেন বিশ্বের দরবারে। চারুকলায় লোকজ মেলা : শিল্পাচার্য জয়নুল আবেদীনের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ জয়নুলের হাতে গড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিত হবে জয়নুল উৎসব এবং লোকজ মেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিশেষ অতিথি থাকবেন শিল্পাচার্য জয়নুল আবেদীনের সহধর্মিণী জাহানারা আবেদিন। সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে প্রদান করা হবে জয়নুল সম্মাননা। এ বছর ‘জয়নুল সম্মাননা-২০১৬’ পাচ্ছেন ভারতের প্রখ্যাত শিল্পী অধ্যাপক যোগেন চৌধুরী এবং বাংলাদেশের প্রথিতযশা শিল্পী অধ্যাপক হাশেম খান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর