বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

স্মার্টকার্ড বিতরণ শুরু ১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

নতুন বছরের প্রথম দিন থেকে নাগরিকদের হাতে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ডের চতুর্থ ধাপের বিতরণ কাজ শুরু হবে। ১ জানুয়ারি থেকে শুরু হয়ে ১ মার্চ পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এ বিতরণ কার্যক্রম চলবে। ঢাকার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহ আলম জানান, চতুর্থ ধাপে ঢাকা উত্তরের ৪, ৭, ১১, ১২ ও ২২ নম্বর ওয়ার্ডে এবং দক্ষিণের ২, ৩, ৪, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৪, ১৮, ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে বিতরণ কাজ চলবে। এই স্মার্টকার্ড নেওয়ার সময় পুরনো লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র ফেরত দিতে হবে। দিতে হবে ১০ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি। ১০ ডিজিটের এই কার্ডে সংযুক্ত চিপে নাগরিকদের ৩১টি তথ্য সংরক্ষিত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর