বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিএনপি নেতা সালাহউদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

আদালত প্রতিবেদক

নাশকতার ১০ মামলায় বিএনপির সমবায়বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সালাহউদ্দিন আহম্মেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি নাশকতার আরও পাঁচ মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। এর আগে আসামি সালাহউদ্দিন আহম্মেদ যাত্রাবাড়ী থানার নাশকতার ৯টি, কদমতলীর ৩টি, শ্যামপুরের ১টি, ওয়ারীর ১টি ও গেন্ডারিয়ার ১টিসহ মোট ১৫ মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী যাত্রাবাড়ীর ৭টি, শ্যামপুরের ১টি, কদমতলীর ২টি মামলায় জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া ঢাকা মহানগর হাকিম গোলাম নবী যাত্রাবাড়ীর ৩টি ও গেন্ডারিয়ার ১টি এবং ঢাকা মহানগর হাকিম লুত্ফর রহমান শিশির কদমতলী থানার ১টি মামলায় জামিন দেন। মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৫ সালে প্রথম দিকে বিএনপির অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলাকালীন নাশকতার অভিযোগে বিভিন্ন সময় এ মামলাগুলো করে পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর