শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নির্বাচনী সহিংসতা হামলা-ভাঙচুর চলছেই

জেলা পরিষদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

জেলা পরিষদ নির্বাচন শেষ হলেও বিভিন্ন এলাকায় হামলা-ভাঙচুর-গোলাগুলি অব্যাহত রয়েছে। গতকালও বিভিন্ন এলাকায় হামলা-ভাঙচুর হয়েছে। এমনকি শেরপুরের জেলা নির্বাচন অফিসে আগুনও দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া পিরোজপুর আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর বাড়ির গেট ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। নড়াইলে প্রার্থীর বাড়ির সামনে গুলিবর্ষণ করা হয়েছে। 

শেরপুর প্রতিনিধি জানান, জেলা পরিষদ নির্বাচনের রাতে  শেরপুরে জেলা নির্বাচন সার্ভার স্টেশন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে ২৮০টি স্বচ্ছ ব্যালট পেপার। ভোর সাড়ে তিনটার দিকে সদর উপজেলার অষ্টমি তলার জেলা নির্বাচন সার্ভার স্টেশন অফিসের গোডাউনে নৈশ প্রহরী আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গতকাল সকালে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি, র‌্যাব কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্তাব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ নিরাপত্তার স্বার্থে ওই এলাকা কর্ডন করে রেখেছে।

পিরোজপুর প্রতিনিধি জানান, পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় দুজন আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর বাড়ির গেট ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। জেলা পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল দুপুরে স্বরূপকাঠি উপজেলায় সাবেক এমপি ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহে আলমের বাড়ির সামনে রাখা দুটি মোটরসাইকেল ভাঙচুর করে প্রতিপক্ষের লোকেরা। তারা অধ্যক্ষ শাহে আলমের বাড়ির গেটও ভাঙচুর করেন। এ সময় দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ায় ২ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়ির সামনে পাঁচ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় মামলা দায়ের হয়েছে। গতকাল সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান নিলু বাদী হয়ে এ মামলা করেন। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়-পরাজয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, বুধবার বিকাল ৩টা ১৯ মিনিটের দিকে নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দীন খানের বাড়ির সামনে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় বাড়িতে অবস্থান করছিলেন তিনি। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। প্রসঙ্গত, নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস।

সর্বশেষ খবর