রবিবার, ১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাংলা একাডেমির সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত

সাংস্কৃতিক প্রতিবেদক

ফেলোশিপ প্রদান, সাহিত্য পুরস্কার প্রদান, বার্ষিক প্রতিবেদন ও বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৩৯তম বার্ষিক সভা। গতকাল একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সাধারণ সভায় সারা দেশ থেকে আগত বাংলা একাডেমির ফেলো, জীবনসদস্য এবং সদস্যসহ দুই সহস্রাধিক বিশিষ্টজন অংশগ্রহণ করেন। সভায় ২০১৫-২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং ২০১৬-২০১৭ সালের বাজেট উপস্থাপন করেন একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাত বিশিষ্টজনকে বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ ২০১৬ এবং বাংলা একাডেমি পরিচালিত তিনটি পুরস্কার প্রদান করা হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস প্রফেসর আনিসুজ্জামান। ২০১৬ সালে যারা বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ পেয়েছেন তারা হলেন— সাংবাদিকতায় তোয়াব খান, আইন ও সুশাসনে ব্যারিস্টার রফিক-উল-হক, শিক্ষা ও গবেষণায় ইমেরিটাস প্রফেসর আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, শিক্ষায় ইমেরিটাস প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী, মুক্তিযুদ্ধে মুশতারী শফী, সংগীতে  রথীন্দ্রনাথ রায় এবং কৃষি উন্নয়নে শাইখ সিরাজ।

 

সর্বশেষ খবর