বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মূল্যস্ফীতি কমে ৫.০৩ শতাংশ : পরিকল্পনা মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২০১৬ মাসে মূল্যস্ফীতি কমেছে। ডিসেম্বরে মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট হারে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক শূন্য ৩ শতাংশ। আগের মাসে (নভেম্বর) মূল্যস্ফীতির এ হার ছিল ৫ দশমিক ৩৮ শতাংশ। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এডিপি বাস্তবায়ন হয়েছে ২৬ দশমিক ৭ শতাংশ। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৪ শতাংশ।

সর্বশেষ খবর