বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জাপানি হত্যায় তিন জঙ্গি এখনো পলাতক শুনানি পেছাল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জাপানি হত্যায় তিন জঙ্গি এখনো পলাতক শুনানি পেছাল

রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিও হত্যা মামলার শুনানি সাত দিন পিছিয়েছে। গতকাল রংপুরের বিশেষ জজ আদালতে শুনানির দিন ধার্য থাকলেও বিচারক প্রশিক্ষণে থাকায় পরবর্তী তারিখ ১১ জানুয়ারি নির্ধারণ করা হয়।

এ মামলার আসামি পলাতক জেএমবির তিন সদস্যকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাদের গ্রেফতারে আদালত গত বছরের ৭ আগস্ট পরোয়ানা জারি করে। প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ অক্টোবর সকালে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে দুর্বৃত্তের গুলিতে নিহত হন ৬৬ বছর বয়সী জাপানি নাগরিক হোশি কোনিও। এ হত্যা মামলায় আট জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এরা হলেন জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা (৩৩), সদস্য ইছাহাক আলী (৩৪), লিটন মিয়া (৩২), আবু সাঈদ (২৮), সাদ্দাম হোসেন (৩২), আহসান উল্লাহ আনসারী (৩১), নজরুল ইসলাম ওরফে বাইক নজরুল ওরফে হাসান (৩২) ও সাখাওয়াত হোসেন (৩০)। এর মধ্যে সাদ্দাম হোসেন ওরফে রাহুল, আহসান উল্লাহ আনসারী, সাখাওয়াত হোসেন ও নজরুল ইসলাম ওরফে বাইক নজরুল ওরফে হাসানকে পলাতক দেখানো হয়। তবে গত বছরের ২ আগস্ট ভোরে রাজশাহী নগরীর মতিহার থানার খড়খড়ি আশরাফের মোড় এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন নজরুল ইসলাম ওরফে বাইক নজরুল ওরফে হাসান।

সর্বশেষ খবর