বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
গুলশান হামলা

হাসনাতের জামিন ফের নাকচ

নিজস্ব প্রতিবেদক

গুলশান হামলার ঘটনায় আটক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের জামিন আবেদন ফের নাকচ করে দিয়েছে আদালত। গতকাল রাজধানীর মুখ্য মহানগর হাকিম আদালতে হাসনাতের জামিনের আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার মঈনুল হোসেন। আবেদনে বলা হয়, মামলার এজাহারে আসামির নাম নেই। তিনি দীর্ঘদিন ধরে আটক। তিনি নির্দোষ। তাকে জামিন দেওয়া হোক। শুনানি নিয়ে বিচারক সত্যব্রত শিকদার জামিন আবেদন নাকচ করে দেন। এ সময় হাসনাত করিম আদালতে ছিলেন না। গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। পরে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিমকে নজরদারিতে রাখা হয়েছিল। ২ আগস্ট সন্ধ্যায় গুলশান থেকে হাসনাত করিমকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেফতার করে পুলিশ। পরে ঘটনার মামলায় হাসনাতকে আসামি দেখানো হয়।

সর্বশেষ খবর