বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জামিনে মুক্ত আরিফুল হক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জামিনে মুক্ত আরিফুল হক

দুই বছর চার দিন কারাভোগের পর গতকাল সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়েছেন সিলেটের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার দেড় বছরের মাথায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আসামি হন আরিফুল। ২০১৪ সালের ডিসেম্বরে সিআইডির সম্পূরক চার্জশিটে ওই মামলায় আসামি করা হয় আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে। ওই বছরের ৩০ ডিসেম্বর হবিগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন আরিফ। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। একই মামলায় কারান্তরীণ হন জিকে গউছও।

কারান্তরীণের এক সপ্তাহের মধ্যে ২০১৫ সালের ৭ জানুয়ারি সিলেট সিটি করপোরেশনের মেয়র পদ থেকে আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একইভাবে বরখাস্ত হন জিকে গউছ। গত বছরের শেষের দিকে আরিফ সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত হত্যা ও বিস্ফোরক মামলায় জামিন লাভ করেন। এরপর তাকে গ্রেফতার দেখানো হয় সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলার মামলায়। এ ঘটনায় দায়েরকৃত হত্যা ও বিস্ফোরক মামলায়ও উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন আরিফ। সরকারের পক্ষ থেকে তার জামিন আদেশের বিরুদ্ধে করা হয় আপিল। আপিল বিভাগ তার জামিন বহাল রাখে। কিন্তু সিলেট আদালতে প্রোডাকশন ওয়ারেন্ট (পি ডব্লিউ) থাকায় তিনি জামিনে মুক্ত হতে পারছিলেন না। অবশেষে গতকাল সিলেট জেলা ও দায়রা জজ আদালতে শুনানি শেষে তার পিডব্লিউ প্রত্যাহার করা হয়। এতে তার কারামুক্তির সব বাধা দূর হয়। গতকাল সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন। আরিফের পর কারামুক্ত হন জিকে গউছও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর