বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
বিএনপি সম্পর্কে অর্থমন্ত্রী

পাগলে কি না বলে...

টাঙ্গাইল প্রতিনিধি

৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ বলায় বিএনপিকে উদ্দেশ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘পাগলে কি না বলে...’। জনগণ আজ গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে। যারা ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস বলে তারা পাগল।  গতকাল টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা বলেন। পরে মন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের শরীর চর্চা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দেন। এতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জাল টাকা প্রতিরোধে ভারত সরকার তাদের বড় নোট বাতিল করলেও বাংলাদেশ সরকার এ ধরনের উদ্যোগ গ্রহণের কথা এখনো ভাবছে না। তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রপতির। এজন্য তিনি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন। দলগুলোর দেওয়া মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। এতে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।

সর্বশেষ খবর