বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সরকার ৫ জানুয়ারি নিয়ে আতঙ্কিত

-------- আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ৫ জানুয়ারি ঘনিয়ে আসলে আওয়ামী লীগ আতঙ্কিত ও দুর্বল হয়ে পড়ে। বিএনপি কোনো কর্মসূচির ডাক দিলে আওয়ামী লীগ ভয় পায়। তিনি বলেন, এদিন বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হলে লক্ষাধিক লোকের সমাবেশ ঘটবে। এতে ভীত হয়েই ক্ষমতাসীনরা অন্তঃসারশূন্য বক্তব্য দিচ্ছে।

গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে যুব জাগপা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফাইজুর রহমান। এ ছাড়া সংগঠনের সহ-সভানেত্রী অধ্যাপিকা রেহেনা প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান, সহ-সভাপতি আবু মোজাফফর, জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন গঠনে বিএনপি রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় আছে জানিয়ে দলের এই নীতি-নির্ধারক বলেন, আসলে সরকার ৫ জানুয়ারি নিয়ে আতঙ্কিত। খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাবেও ভীত সরকার। কারণ এসব প্রস্তাবনা বাস্তবায়িত হলে সুষ্ঠু নির্বাচন হবে। আর সুষ্ঠু নির্বাচন হলেই তারা গণতন্ত্রের কাছে পরাজিত হবেন। আমির খসরু বলেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপি উন্মুক্ত-আলোচনার পথ খুলে দিয়েছে। সংকট আলোচনা ও সংলাপের মধ্য দিয়েই সমাধান করতে হবে। অন্যথায় রাজনীতি উগ্রবাদীদের হাতে চলে যাবে। আর এটা দেশ ও জাতির জন্য অশুভ ফল বয়ে আনবে। আওয়ামী লীগকে এর দায়ভার নিতে হবে। তিনি বলেন, বিএনপি পজেটিভ রাজনীতিতে বিশ্বাস করে, আর আওয়ামী লীগ নেগেটিভ রাজনীতির বিশ্বাসী। এ কারণে তারা পজেটিভ রাজনীতিতে ভয় পাচ্ছে।

দেশের রাজনৈতিক সংকট মোকাবিলায় সবাইকে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর