শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কর্মসূচিতে বাধা দিয়ে সংঘাতের উসকানি দেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচিতে পুলিশ ও সরকার সমর্থকরা বাধা দিয়ে সংঘাতের উসকানি দিচ্ছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।  ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের বিষয়ে পুলিশের অনুমতি না পেলেও দলের প্রস্তুতির কথা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরা  যৌথসভায় সমাবেশ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। সেদিন দুপুর দেড়টায় এটা শুরু হবে। গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এই জনসভায় আমরা আশা করছি ব?্যাপক সংখ?্যক জনগণ নিয়ে এই জনসভাটি করতে পারব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, ওবায়দুল ইসলাম, এম এ মালেক, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু ও খন্দকার আবু আশরাফ প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, ‘সারা দেশে আমাদের দল যখন কর্মসূচি পালন করছিল, তখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে পুলিশ-র‌্যাব দিয়ে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করার চেষ্টা করেছে। নয়াপল্টনের অফিসের সামনে প্রজন্ম লীগ নামে তাদের একটি পেটোয়া বাহিনী এসে আমাদের ব্যানার পুড়িয়ে দেয় এবং তাণ্ডব সৃষ্টি করে একজন কর্মীকে মারধর করে।

সর্বশেষ খবর