শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে শুক্রবার

টঙ্গী প্রতিনিধি

রাজধানীসংলগ্ন টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন ৫২তম বিশ্ব ইজতেমা। মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মহাসম্মেলন বিশ্ব ইজতেমা। শুক্রবার শুরু হয়ে রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এর চার দিন পর ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার উভয় পর্ব। এ উপলক্ষে পুরো ময়দানে তাবলিগ জামাতের অনুসারী সদস্য, মাদ্রাসা, স্কুল-কলেজের ছাত্র-শিক্ষক ও স্থানীয় জনগণ প্রতিদিন স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন। তারা মাটি কাটা, খুঁটি গাঁথা, ময়লা-আবর্জনা পরিষ্কার, বাঁশ ও সুবিশাল চটের শামিয়ানা তৈরির কাজ করছেন। তুরাগ-তীরবর্তী ১৬০ একর জমি বিস্তৃত ইজতেমা ময়দান প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে। মুসল্লিদের পারাপারে তুরাগের ওপর ৭টি ভাসমান ব্রিজ নির্মাণ করা হবে। ইজতেমার প্রথম পর্বে ১৭ ও দ্বিতীয় পর্বে ১৭ জেলার মুসল্লিরা শরিক হবেন। যারা গতবার অংশগ্রহণ করেছেন তারা এবারের বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবেন না। ইজতেমা ময়দানে মুরব্বি গিয়াস উদ্দিন বলেন, শেষ প্রস্তুতি এগিয়ে চলছে। প্রথম দফায় পুরো মাঠকে ২৬টি খিত্তায় এবং পরের দফায়ও ২৬টি খিত্তায় ভাগ করা হয়েছে। এবারের ইজতেমায় বিশ্বের ৫০-৬০টি দেশের ২৫-৩০ হাজার মেহমান আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন। দেশি-বিদেশি ইসলামী চিন্তাবিদ ও ওলামায়ে-কেরামরা ৬ উসুল যথা— ইমান, নামাজ, ইলম ও জিকির, ইকরামুন মুসলিমিন, তাসহিহে নিয়ত, দাওয়াত ও তাবলিগ সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক বয়ান রাখবেন। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ বলেন, মুসল্লিদের যাতায়াত, থাকা-খাওয়া, পানি, নিরাপত্তাসহ যাবতীয় বিষয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এমপি জাহিদ আহসান রাসেল জানান, মুসল্লিদের সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়দানের অবকাঠামো উন্নয়নে এ পর্যন্ত ১১৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

সর্বশেষ খবর