শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাজস্থানের কারাগারে অনশন চার বাংলাদেশি বন্দীর

কলকাতা প্রতিনিধি

মুক্তির দাবিতে ভারতের রাজস্থানের আলওয়ার কারাগারে অনশন শুরু করেছেন ৪ বাংলাদেশিসহ ৯ বিদেশি বন্দী। গত দুদিন ধরে তারা অনশন চালিয়ে যাচ্ছেন বলে কারাগার সূত্রে খবর। তাদের অভিযোগ সাজার মেয়াদ শেষ হওয়ার পরও অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়েছে। গতকাল আলওয়ারের পুলিশ সুপার রাহুল প্রকাশ জানান ‘মুক্তির দাবিতে গত দুদিন ধরে নয় বিদেশি বন্দী অনশন চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে চারজন বাংলাদেশি এবং বাকিরা পাকিস্তানের নাগরিক। তাদের মুক্তির বিষয়ে ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি চাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি তাদের জানানো হয়েছে’।

রাহুল প্রকাশ আরও জানান স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেলেই কারাগারে বন্দী ১৭ জন বিদেশি নাগরিককে তাদের নিজেদের দেশে পাঠানো হবে। বন্দী পাঁচ পাকিস্তানি নাগরিকের মধ্যে একজনকে চরবৃত্তির অভিযোগে এবং বাকিদের ভিসা জালিয়াতির অভিযোগ ফরেনারস অ্যাক্ট অনুযায়ী কারাগারে পাঠানো হয়। রাজস্থানের অতিরিক্ত ডিজি (প্রিজন) সুধাকর জহুরী জানান ‘একজনকেও অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়নি এবং সরকারের থেকে প্রয়োজনীয় অনুমতি ও আনুষ্ঠানিকতা শেষ হলে সবাইকে নিজেদের দেশে ফিরিয়ে দেওয়া হবে’।

সর্বশেষ খবর