শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এসআইটিদের দিয়ে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নের দাবি

স্যানিটারি ইন্সপেক্টরশিপ ডিগ্রিধারীদের (এসআইটি) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অধীনে অন্তর্ভুক্তির মাধ্যমে নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়ন ও স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রস্তাবিত স্যানিটারি ইন্সপেক্টরের ৮০৪টি নতুন পদ সৃষ্টির দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে সারাদেশ থেকে আসা স্যানিটারি ইন্সপেক্টরশিপ ডিগ্রিধারীরা অংশ নেন। এ সময় তারা বলেন, স্বাস্থ্য বিভাগের অধীন উপজেলা পর্যায়ে প্রায় ৯০ বছর আগে গঠিত একজন স্যানিটারি ইন্সপেক্টর দিয়ে খাদ্যে ভেজাল প্রতিরোধের কাজ অসম্ভব। ফলে তারা প্রতি উপজেলায় একাধিক স্যানিটারি ইন্সপেক্টরের পদ সৃষ্টিসহ ৮০৪টি নতুন পদ সৃষ্টির জন্য সরকারের প্রতি দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন স্যানিটারি ইন্সপেক্টরশিপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এসআইডব্লিউএবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মনির হোসেন ভুইয়া, সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান উজ্জ্বল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম রমিজ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জিয়া, অর্থ সম্পাদক আবদুর রহিম, দফতর সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর