রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
হেফাজতে ইসলামের সম্মেলন

আহমদিয়াদের অমুসলিম ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আহমদিয়া মুসলিম জামাআত নামধারী ও খতমে নবুয়ত অস্বীকারকারী কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি করেছে হেফাজতে ইসলাম। বন্দর নগরীর লালদীঘি ময়দানে আয়োজিত দুদিনব্যাপী শানে রেসালত সম্মেলনের শেষ দিনে গতকাল এ দাবি জানানো হয়। সম্মেলনে বক্তারা বলেন, আমরা কওমিরা কাদিয়ানীদের নাগরিক অধিকার ও নিরাপত্তার বিরুদ্ধে নই। অন্যান্য ধর্মাবলম্বীর মতো তারাও সংখ্যালঘু হিসেবে এদেশে বসবাস করবে। ইসলামের লেবেল ব্যবহার করে মুসলমানদের ইমান হরণের কোনো অধিকার তাদের নেই। সরকার যদি তাদেরকে অমুসলিম ঘোষণা করে তাহলে মানুষ তাদের মুসলমান মনে করে বিভ্রান্ত হবে না। সম্মেলনে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমেদ শফি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে আরও বক্তব্য রাখেন মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা হাফেজ তাজুল ইসলাম, মাওলানা শিহাবুদ্দিন ইউনুছিয়া, আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী, মাওলানা হাফেজ নুরুল ইসলাম, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মঈনুদ্দিন রুহী, মুফতি সাখাওয়াত হোসাইন লালবাগ, মাওলানা রহিমুল্লাহ ফেনী, মুফতি মাহমুদুল হাসান গুনবী, মাওলানা সরওয়ার কামাল আজিজী, মাওলানা ইয়াছিন হাবিব, মাওলানা ইসহাক মেহরিয়া, মাওলানা মুজাম্মেল হক। সভা পরিচালনা করেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, আনম আহমদুল্লাহ, হাফেজ ফায়সাল প্রমুখ।

সর্বশেষ খবর