সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

৯০টি চোরাই ল্যাপটপসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে ৯০টি চোরাই ল্যাপটপসহ ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুগ্ম-কমিশনার (ডিবি) আবদুল বাতেন। তিনি বলেন, শনিবার রাতে মিরপুর থেকে খলিল গাজী, আবুল কালাম ও এমদাদুল হককে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে পল্টন থেকে মনির ব্যাপারীকে এবং তাকে জিজ্ঞাসাবাদের পর দারুস সালাম থেকে হাসিবুর রহমান শুভ্রকে গ্রেফতার করা হয়। এই চক্রের সদস্যরা পথচারী বা রিকশাযাত্রীদের ব্যাগ টান দিয়ে বা ভয় দেখিয়ে ল্যাপটপ ও ব্যাগ ছিনতাই করা ছাড়াও বিভিন্ন কৌশলে ল্যাপটপগুলো চুরি করত। খলিল গাজী, কালাম ও এমদাদুলের কাজ ছিল ল্যাপটপ চুরি বা ছিনতাই করা। তারা মনিরের কাছে সেগুলো বিক্রি করত। মনির আবার ল্যাপটপ বিক্রি করত শুভ্রের কাছে। শুভ্র এসব ল্যাপটপের মধ্যে কিছু অন লাইনে বিক্রি করত। শুভ্রের বাসায় ৫৬টি ল্যাপটপ পাওয়া গেছে। শুভ্রর তথ্যানুযায়ী কলাবাগানের একটি দোকান থেকে ৩৪টি চোরাই ল্যাপটপসহ দোকানের মালিক মুশফিকুর রহমানকে গ্রেফতার করা হয়।

যুগ্ম কমিশনার বলেন, ল্যাপটপ চুরি-ছিনতাইয়ের ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি রয়েছে। উদ্ধার করা ল্যাপটপের তথ্য থানাগুলোতে পাঠানো হবে। জিডির তথ্য মিলিয়ে মালিকদের কাছে এগুলো ফেরত দেওয়া হবে। ডিবির এডিসি (দক্ষিণ) রাজিব আল মাসুদ জানান, ছিনতাইয়ের ঘটনা নিয়ে তদন্ত করতে গিয়ে এ চক্রের সন্ধান পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বিভিন্ন এলাকা থেকে ছিনতাই ও চুরি করে ল্যাপটপগুলো জমা করে অনলাইনে বিক্রি করত। এছাড়া ভালো ল্যাপটপগুলো বিভিন্ন মার্কেটে ৫ থেকে ১০ হাজার টাকায় বিক্রি করা হতো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর