সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
রাষ্ট্রপতির কাছে প্রতিনিধি দলের নাম পাঠাবে আজ

ইসি নিয়োগে আওয়ামী লীগের প্রস্তাবনা চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন (ইসি) গঠনে আওয়ামী লীগের প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে। সংবিধানের মধ্যে থেকেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন চায় ক্ষমতাসীন দলটি। এ ছাড়াও আইন করার প্রস্তাব দেওয়া হতে পারে। সময় স্বল্পতার কারণে আইন না হলেও ইসি গঠনে সরকারের অধ্যাদেশ জারির জোর সম্ভাবনা রয়েছে বলে দলের দুজন দায়িত্বশীল নেতা জানিয়েছেন। তবে রাষ্ট্রপতি এ ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন, তা মেনে নেবে তারা। এ ছাড়াও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে মতবিনিময়ের জন্য আজ প্রতিনিধি দলের নাম পাঠাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর সংখ্যা হতে পারে ১৯ থেকে ২০ জন। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবন থেকে এ তালিকা পাঠানো হবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা। গতকাল রাতে গণভবনে নতুন ইসি গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ ইস্যুতে অনুষ্ঠিত দলের প্রস্তুতিমূলক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আজ কঠোর গোপনীয়তায় প্রতিনিধি দলের তালিকা পাঠানো হবে।

সর্বশেষ খবর