সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভ্যাট আইন হবে পানির মতো স্বচ্ছ ও সহজ

————— এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, নতুন মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও সম্পূরক শুল্ক আইন হবে পানির মতো স্বচ্ছ ও সহজ। নতুন ভ্যাট আইনে ব্যবসায়ীদের সব সুপারিশ সুবিবেচনায় নিয়ে জাতীয় স্বার্থে যা যা করা দরকার এনবিআর তার সবই করবে। অর্থমন্ত্রী শিগগিরই ব্যবসায়ীদের সঙ্গে বসবেন।

গতকাল রাজধানীর কাকরাইল আইডিইবি ভবনে ভ্যাট অনলাইন প্রকল্প কার্যালয়ে ক্ষুদ্র্র ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীদের নিয়ে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। আরও বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলামসহ রাজস্ব প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা দেশের অগ্রগতিতে মূল ভূমিকা পালন করছেন। তিনি আরও বলেন, নতুন ভ্যাট আইন বাস্তবায়নে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব স্থাপন করা হচ্ছে। ধর্মীয় শিক্ষাগুরুরা হবেন— এ আইনের জনমত সৃষ্টিকারী প্রধান ব্যক্তি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর