সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বংশালে উর্মি হত্যার নেপথ্যে কানের দুল

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার বংশালে গৃহবধূ উর্মি হত্যা মামলার প্রধান আসামি মাসুদ রানাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে যুগ্ম-কমিশনার (ডিবি) আবদুল বাতেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে যেতে স্ত্রীর জন্য চাচি উর্মির কাছে কানের দুল চান। কিন্তু তার চাচি উর্মি দুল না দেওয়ায় তিনি বঁটি দিয়ে কুপিয়ে তাকে খুন করেন। যুগ্ম-কমিশনার বলেন, গত বছর ৫ নভেম্বর বংশালের সুরিটোলায় একটি বিয়ের অনুষ্ঠানে যেতে স্ত্রীর জন্য চাচি উর্মির কাছে কানের দুল চান মাসুদ। কিন্তু উর্মি তার স্বামীর অনুমতি ছাড়া দুল দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে চাচির সঙ্গে দুর্ব্যবহার করেন মাসুদ। এ সময় উর্মি মাসুদকে থাপ্পড় দিলে মাসুদ বাসায় থাকা ছোরা দিয়ে উর্মিকে আঘাত করেন। এতে উর্মি ক্ষিপ্ত হয়ে মাসুদকে আরও একটি থাপ্পড় দিয়ে রান্না ঘর থেকে বঁটি এনে মাসুদকে আঘাত করতে যান। পরে মাসুদ সেটি কেড়ে নিলে উর্মি আত্মরক্ষার্থে টয়লেটে গিয়ে দরজা বন্ধ করে দেন। কিন্তু মাসুদ টয়লেটের দরজা ভেঙে চাচি উর্মিকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন। পরে মাসুদ তার রক্তাক্ত কাপড় একটি ডোবায় ফেলে চাচার পোশাক পরে একটি মাদরাসায় আশ্রয় নেন।

তিনি আরও বলেন, এ ঘটনার পর আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্নভাবে চেষ্টা করেও কোনো ক্লু পাচ্ছিল না। কারণ ঘটনাটি কেউ দেখেনি। ফলে কাউকে সন্দেহ করার সুযোগ ছিল না। এদিকে মাসুদের সঙ্গেও পূর্ব শত্রুতা না থাকায় তাকেও সন্দেহের তালিকায় আনা যাচ্ছিল না। ফলে অনেক সময় নিহতের স্বামীকেই সন্দেহ করা হতো। এরপর ক্লুলেস এ মামলাটি ডিবি তদন্ত শুরু করে। হত্যাকাণ্ডের পরে মাসুদ তার চাচির মোবাইল ফোন সঙ্গে করে নিয়ে যায়। কিন্তু এ ঘটনায় হতাশায় ভুগছিলেন তিনি। পরে জুয়া খেলতে গিয়ে টাকা হারিয়ে গেলে ওই মোবাইলটি বিক্রি করে জুয়া খেলেন মাসুদ। ওই মোবাইলের সূত্র ধরেই মাসুদকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর