মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নাশকতা মামলার আসামি নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের লক্ষ্মীপুরায় গতকাল গভীররাতে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি ভোদু মনির (৩০) নিহত হয়েছেন।

গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলিসহ নিহতের এক সহযোগীকে আটক করা হয়েছে। মনির গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের টিনশেড কলোনিতে থাকতেন। তার বাবা সিরাজ উদ্দিন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের শ্রমিক। তাদের বাড়ি  নোয়াখালী জেলায়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, রাত আড়াইটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের নলজানি এলাকার টিএন্ডটি কলোনির সেগুন বাগান (পশ্চিম লক্ষ্মীপুরা) এলাকায় ৬-৭ জন  অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে— সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে পালাতে থাকে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ভোদু মনির গুলিবিদ্ধ হয়। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলিসহ ভোদু মনিরের অপর সহযোগী আনোয়ারকে (২৮) আটক করে। বন্দুকযুদ্ধের সময় ডিবি পুলিশের ওসি মো. আমির হোসেন ও এএসআই মো. সাকলাইন আহত হয়েছেন। নিহত ভোদু মনির তালিকাভুক্ত সন্ত্রাসী উল্লেখ করে পুলিশের এ কর্মকর্তা আরও জানান, মনিরের বিরুদ্ধে নাশকতা, হত্যা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে জয়দেবপুর থানায় ১৫/১৬টি মামলা রয়েছে।

সর্বশেষ খবর