মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ঘুষের টাকাসহ গ্রেফতার উপ-সচিব কারাগারে

আদালত প্রতিবেদক

ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার হওয়া সড়ক ও জনপথ বিভাগের উপ-সচিব মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার আসামির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামির আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের একজন ইজারাগ্রহীতার অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে রাজধানীর খিলগাঁও তালতলা বাজার এলাকার একটি রেস্টুরেন্ট থেকে ঘুষের ৫০ হাজার টাকাসহ মিজানুর রহমানকে গ্রেফতার করে দুদক।

সর্বশেষ খবর