মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ফলে ফরমালিন পায়নি র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বৃহত্তম ফলের বাজারখ্যাত বাদামতলীতে অভিযান চালিয়ে সেখানকার আপেল, কমলা, নাসপাতিসহ অন্যান্য ফলে কোনো ক্ষতিকর কৃত্রিম রাসায়নিক উপাদান ও ফরমালিনের উপস্থিতি পায়নি র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিএসটিআইর বিশেষজ্ঞ দলও উপস্থিত ছিল। গতকাল বাদামতলীতে র‌্যাব-১০ ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানান, অভিযানকালে ফরেনসিক ল্যাবরেটরির বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে কোনো ধরনের ক্যালসিয়াম কার্বাইড বা ইথোফেন ব্যবহারের প্রমাণ পাননি। সেখানে দেখা গেছে— শুধু মোটা পলিথিন কাগজে মুড়িয়ে তাপ উত্পন্ন করে সাধারণভাবেই পাকানো হচ্ছে কলা। এ সময় কলার আড়তের মালিকেরা জানান গত বছর কারওয়ান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৮ জনকে কারাদণ্ড দেওয়ার পর থেকে তারা কলায় কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করেন না। বিশেষজ্ঞ দল বিভিন্ন আড়তে আপেল, কমলা, নাসপাতিসহ বিভিন্ন ফলের নমুনা পরীক্ষা করে ফরমালিনের উপস্থিতি পাননি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর