বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

২৫ হাজার শিশু অভ্যর্থনা জানাল ড. ইউনূসকে

নিজস্ব প্রতিবেদক

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে কলিংগ সামাজিক বিজ্ঞান ইনস্টিটিউট (কিস) পরিদর্শন করেছেন। এ সময় প্রায় ২৫ হাজার আদিবাসী শিশু এই নোবেলজয়ীকে অভ্যর্থনা জানায়। গত ৯ জানুয়ারি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন প্রফেসর ইউনূস। রাজধানীর ইউনূস সেন্টার গতকাল এ তথ্য জানায়।

কিস সমগ্র ভারতে একটি অনবদ্য প্রতিষ্ঠান যেখানে উড়িষ্যা ও পার্শ্ববর্তী রাজ্যের বিভিন্ন আদিবাসী জাতির ২৫ হাজার সুবিধাবঞ্চিত শিশু আধুনিক আবাসিক স্কুল ও কলেজ শিক্ষা পাচ্ছে। প্রফেসর ইউনূসের আগমন উপলক্ষে প্রতিষ্ঠানটি একটি বিশাল আয়োজন করে। কিস-এর প্রতিষ্ঠাতা ড. অচ্যুত সামন্ত প্রফেসর ইউনূসকে অভ্যর্থনা জানান। প্রফেসর ইউনূস তার বক্তৃতায় বাংলাদেশ সম্পর্কে, গ্রামীণ পরিবারের সন্তানদের সম্পর্কে এবং এসব পরিবারের জন্য তার কাজ সম্পর্কে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের কিস থেকে তারা যে সুবিধা পাচ্ছে তা ভালোভাবে কাজে লাগাতে উৎসাহ দেন এবং তাদের ভিতরকার প্রবল শক্তির কথা তাদের স্মরণ করিয়ে দেন। কিস প্রতিষ্ঠাতা ড. সামন্ত এই এলাকার আদিবাসী মানুষদের বিভিন্ন সমস্যার কথা এবং এখানকার বিভিন্ন সুবিধাদি গড়ে তোলায় তার দীর্ঘ প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি তার লক্ষ্য অর্জনে প্রফেসর ইউনূসের সমর্থন ও দিক-নির্দেশনা কামনা করেন।

সর্বশেষ খবর