বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ

সাংস্কৃতিক প্রতিবেদক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে আজ শুরু হচ্ছে পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিকাল সাড়ে ৩টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশনের (ফিপ্রেসি) সভাপতি আঁলিন তাসকীয়ান। উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ, আমেরিকান কালচার সেন্টার ও স্টার সিনেপ্লেক্সের পাঁচটি ভেন্যুতে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স ছাড়া অন্যান্য ভেন্যুতে ৩০ টাকা দর্শনীর বিনিময়ে দর্শকরা ছবি দেখতে পারবেন। তথ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুদান সহায়তায় উৎসবের পৃষ্ঠপোষকতা করছে আইএফআইসি ব্যাংক। গতকাল ঢাকা ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা। উৎসবের বিস্তারিত তুলে ধরেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। বক্তব্য রাখেন উৎসব পরিচালনা পর্ষদের উপদেষ্টা কবি রবিউল হুসাইন, নাট্যজন ম. হামিদ, চলচ্চিত্র বিশেষজ্ঞ হায়দার রিজভী ও সাংবাদিক সামিয়া জামান।

সর্বশেষ খবর