শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দুর্নীতির দায়ে সাবেক সাব-রেজিস্ট্রারের জেল-জরিমানা

আদালত প্রতিবেদক

দুর্নীতির দায়ে টাঙ্গাইলের সাবেক সাব-রেজিস্ট্রার মো. শহিদুল্লাহকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ২৭ লাখ ৭২ হাজার ৩৬৯ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

এ বিষয়ে আদালতের পেশকার মো. মোকাররম হোসেন সাংবাদিকদের জানান, রায় ঘোষণার আগে জামিনে থাকা আসামি শহিদুল্লাহ আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে এ মামলায় মোট ১৫ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। মামলার নথি সূত্রে জানা গেছে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অভিযোগে ২০০৮ সালে রমনা থানায় মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান। পরে ঘটনার তদন্ত করে দুদকের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান ২০১৩ সালের ১৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামি শহিদুল্লাহ শরীয়তপুরের ডামুড্যা এলাকার মৃত আহাদ বকস ঢালীর ছেলে। তিনি টাঙ্গাইলের ঘাটাইল থানার সাব-রেজিস্ট্রার ছিলেন। মামলায় বর্তমান ঠিকানা উল্লেখ করা হয়েছে, ১৪ নর্থ রোড, ভূতের গলি, ধানমন্ডি ঢাকা।

সর্বশেষ খবর