শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
শরীয়তপুরে আইজিপি

জঙ্গিদের মাথা ভেঙে দিয়েছি

শরীয়তপুর প্রতিনিধি

জঙ্গি দমনে আমাদের অনেক সফলতা রয়েছে। জঙ্গি দমনে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। এ দেশে জঙ্গিবাদ আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। যারা উঠেছিল তাদের মাথা আমরা ভেঙে দিয়েছি। এসব কথা বলেছেন পুলিশের আইজি এ কে এম শহীদুল হক। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা গ্রামে লাকার্তা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল গ্রাম দিবস পালন উপলক্ষে দুই দিনের কর্মসূচি শুরু হয়েছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন শহীদুল হক। সংগঠনের সভাপতি মঞ্জুরুল হক সিকদারের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন লাকার্তা ফাউন্ডেশনের সাংগঠনিক পরিচালক আবেদুর রহমান। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূরুল আমিন বেপারী, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান, জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, ব্যবসায়ী শামছুর রহমান। গ্রাম দিবস উপলক্ষে লাকার্তা ফাউন্ডেশন থেকে ওই গ্রামের ১০টি পরিবারকে ১০টি বসতঘর ও ১০টি পরিবারকে ১০টি গাভী প্রদান করা হয়েছে। এ ছাড়া গ্রামের ৬০০ মানুষকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আইজিপি বলেন, পুলিশ এ পর্যন্ত ৬টি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে সফল ও সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। হলি আর্টিজানে হামলার পর যে বিদেশিরা ফিরে গিয়েছিলেন, তারা এখন আসতে শুরু করেছেন। জঙ্গি দমনে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স দেখাতে বলেছেন। পুলিশ সেভাবেই কাজ করে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর