শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
কোয়ান্টামের সম্মাননা

মানুষের জীবন বাঁচাতে রক্ত দান করুন

—অধ্যাপক কামরুল

নিজস্ব প্রতিবেদক

কোয়ান্টাম ফাউন্ডেশনের সম্মাননা অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, অসহায় মানুষের জীবন বাঁচাতে সবারই রক্তদান করা উচিত। রক্তদাতাদের অবদানকে ধন্যবাদ জানিয়ে শেষ করা যাবে না।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত ১০ম ও ২৫তম রক্তদানের সম্মানে স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংগঠনের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমদ। স্বেচ্ছা রক্তদাতাদের পক্ষে অনুভূতি বর্ণনা করেন সামিনা মুসতারিন এবং নিয়মিত রক্তগ্রহীতাদের মধ্য থেকে অনুভূতির কথা জানান থ্যালাসেমিয়া রোগী নিলুফার ইয়াসমীন। পরে ১০ বার রক্তদানের মাধ্যমে সিলভার ক্লাব এবং ২৫ বার রক্তদানের মাধ্যমে গোল্ডেন ক্লাবের সদস্যপদ লাভ করেন— এমন দুই শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে মেডেল ও ক্রেস্ট প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর