শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আশুলিয়ায় খুন, ভাগ্নের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

আশুলিয়ায় মাদক ব্যবসায়ী পুলিশ সোর্সই খুন করল মামাকে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকালে ভাগ্নে সায়েদ আলী তারই মামা বাবুল হোসেনকে পিটিয়ে হত্যা করে। ঘটনাটি ঘটেছে আশুলিয়া থানার খেজুরটেক এলাকায়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সায়েদ আলীকে গ্রেফতার করেছে। বাবুল দিনাজপুর কোতোয়ালি থানার মৃত বদিউজ্জামানের ছেলে, তিনি খেজুরটেকে জনৈক আজিজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।আশুলিয়া থানার ওসি (তদন্ত) এ কে এম শামীম হোসেন জানান, বাবুলের ছেলে রাব্বী ও নাতি হৃদয় খেলার সময় সায়েদ আলীর বাড়ির একটি গাছের চারা উপড়ে ফেলে। এ নিয়ে সায়েদ আলী বকাবকি করতে থাকলে বাবুল এগিয়ে আসে। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে সায়েদ আলী পিটিয়ে বাবুল হোসেনকে আহত করে। স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত সায়েদ আলীকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সায়েদ আলী আশুলিয়া থানা পুলিশের সোর্স হিসেবে এলাকায় খুবই বেপরোয়া ছিল। যাকে তাকে হুমকি-ধমকি দেওয়াসহ চাঁদাবাজি করে বেড়াত। পাশাপাশি ইয়াবা বিক্রি করত এবং নিজের বাসাতেই হরদম নেশার আসর বসত। সায়েদ আলীর মাদক বাণিজ্যে কেউ বাধা দিলে আশুলিয়ার পুলিশ এসে তাদের উল্টো হয়রানি করত বলেও অভিযোগ পাওয়া গেছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর