শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মাদারীপুরে ৫০০ একর জমিতে বোরো চাষ হুমকিতে

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে প্রায় ৫০০ একর জমিতে জলাবদ্ধতার ও কচুরিপনা জমে থাকার কারণে রবিশষ্য ও বোরো চাষ হুমকির মুখে পড়েছে। একই কারণে গত বছরও এই বিপুল পরিমাণ জমিতে আমন চাষ হয়নি। এতে ক্ষতির মুখের পড়েছেন কৃষকরা। আসন্ন বোরো চাষ নিয়েও হতাশ তারা। ভুক্তভোগী কৃষকরা অবিলম্বে কচুরিপনা অপসারণ করে পানি প্রবাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সদর উপজেলার পাঁচখোলা গ্রামের বাওড়ের জমিতে পাঁচ বছর আগেও কৃষকরা দুটি ফসল আবাদ করতেন। এই বাওড়ে বর্ষাকালে পানিতে টইটুম্বুর থাকলেও বর্ষা শেষেই পানি নেমে যেত। পানি নেমে গেলেই কৃষকরা রবিশস্য এবং বোরোর চাষ করতেন। সম্প্রতি বাওড়ের সঙ্গে সংযোগ খালগুলো ভরাট করে ফেলে প্রভাবশালীরা।

এতে পানি প্রবাহ বন্ধ হওয়ায় বাওড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। জন্ম নিয়েছে কচুরিপনার স্তূপ। পাঁচ বছর ধরে বাওড়টিতে স্থায়ীভাবে কচুরিপনা জমে পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। চলতি বছরও চাষের সময় অতিরিক্ত পানি জমে যাওয়ায় রবি শস্যের আবাদ করতে পারেনি। বোরো চাষ নিয়েও সংশয় সৃষ্টি হয়েছে। কৃষকের দুর্ভোগের কথা স্বীকার করে সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান বলেন, জলাবদ্ধতা ও কচুরিপনার কারণে বছরে কোটি টাকার ফসল উৎপাদন থেকে কৃষকরা বঞ্চিত হচ্ছেন। সরকার বিশেষ বরাদ্দের মাধ্যমে এই দুর্ভোগ লাঘব করলে কৃষকরা উপকৃত হতেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর