শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ফ্রান্স-জার্মানিতে তুষারঝড় দুর্বিষহ জীবনযাত্রা

প্রতিদিন ডেস্ক

‘ইগন’ নামে একটি তুষারঝড়ের প্রভাবে পশ্চিম ইউরোপের ফ্রান্স ও জার্মানিতে জীবনযাত্রা প্রায় থমকে গেছে। এর প্রভাবে দেশ দুটিতে কয়েক হাজার বাড়িঘর বিদ্যুিবচ্ছিন্ন হয়ে পড়েছে, প্রচুর গাছপালা উপড়ে গেছে এবং রেলসেবায় বিঘ্ন ঘটছে। জার্মানির লুফথানসা এয়ারলাইনস ফ্রাঙ্কফুর্টে ১২৫টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে তুষারঝড়টি আঘাত হানতে শুরু করে। ঝড়টি প্রথমে আঘাত হানে ফ্রান্সে। এতে দেশটির নরমানডি ও রাজধানী প্যারিসের উত্তরাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে সেখানে আড়াই লাখের বেশি বাড়ি বিদ্যুিবছিন্ন হয়ে পড়ে। দেশটির দিয়েপ উপকূলে তুষারঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৬ কিলোমিটার। ফ্রান্সে তাণ্ডব শেষে এটি দক্ষিণ জার্মানিতে আঘাত হানে। এর ফলে সৃষ্ট ঝড়ো বাতাস ও তুষারে জার্মানিতে বিমান ও রেল চলাচলে বিঘ্ন ঘটে। জার্মানির উচ্চগতিসম্পন্ন আইসিই ট্রেনের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২০০ কিলোমিটারে বেঁধে দেয় কর্তৃপক্ষ। ফলে ট্রেনের সময়সূচিতে বড় ধরনের বিঘ্ন ঘটছে। এদিকে, ইউরোপজুড়ে গত কয়েক দিনের তুষারপাত ও প্রচণ্ড শীতে ৬৫ জনের অধিক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে পোল্যান্ড এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইউরোপের রুমানিয়া, বুলগেরিয়া, গ্রিস ও তুরস্কের পশ্চিমাঞ্চলে। আর বলকান অঞ্চলে তাঁবুতে বসবাসকারী শরণার্থীরা তীব্র শীতে বেশ করুণ অবস্থার মধ্যে জীবনযাপন করছেন। বিবিসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর