রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পাঠ্যবইয়ের পরিবর্তন প্রশংসনীয়

—হেফাজত আমির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হেফাজতে ইসলাম বাংলাদেশের আন্দোলনের মুখে সরকারের নীতিনির্ধারকরা পাঠ্যবইয়ের সিলেবাসে পরিবর্তন এনেছেন বলে দাবি করেছেন সংগঠনটির আমির আল্লামা আহমেদ শফি। একই সঙ্গে এ পরিবর্তনকে প্রশংসনীয় বলেও উল্লেখ করেছেন তিনি। গতকাল সন্ধ্যায় হেফাজত আমিরের প্রেসসচিব মাওলানা মুনির আহমদ স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি করা হয়। বিবৃতিতে আল্লামা আহমেদ শফি বলেন, ‘হেফাজতে ইসলামের আন্দোলন ও প্রতিবাদের মুখে সরকার পাঠ্যবইয়ে কিছু ইতিবাচক পরিবর্তন এনেছে। কিন্তু পাঠ্যপুস্তকে হেফাজতের দাবি শতভাগ পূরণ করা হয়েছে বলে বিতর্ক তুলে মুসলমানদের চেতনাবোধ মুছে ফেলে ইসলামবিদ্বেষ ও নাস্তিকতা ছড়িয়ে দেওয়ার এজেন্ডা নিয়ে কাজ করছে একটি দল। তারা দেশের শান্তি-শৃঙ্খলা ও স্বাধীনতার জন্য হুমকি তৈরি করছে।’ বিবৃতিতে হেফাজত আমির বলেন, ‘স্কুলের পাঠ্যবই নিয়ে ব্যাপক সমালোচনার মুখে সরকার তার দায়বদ্ধতা ও জবাবদিহিতা থেকে যে ইতিবাচক পরিবর্তন এনেছে তা অবশ্যই প্রশংসনীয়।

সর্বশেষ খবর