শিরোনাম
সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাস্তবায়ন করতে দেওয়া হবে না তাদের শিক্ষানীতি

পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশের শিক্ষানীতি নিয়ে সেই গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। ৯২ ভাগ মুসলমানের দেশে গুটিকয়েক নাস্তিক-মুরদাতের শিক্ষানীতি কোনোদিনই বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। গতকাল বিকালে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ইসলামী আন্দোলনের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। শিক্ষানীতি ও প্রস্তাবিত শিক্ষা আইন বাতিলের দাবি এবং মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম নির্যাতন বন্ধে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে বরিশাল বিভাগীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মহাসমাবেশের আয়োজন করে। পাঠ্যপুস্তকের সিলেবাস সংশোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চরমোনাই পীর বলেন, আন্দোলনের মুখে সরকার সিলেবাস সংশোধন করতে বাধ্য হয়েছে। ধর্মবিরোধী শিক্ষা আইন ও শিক্ষানীতি এখনো বাতিল করা হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও বরিশাল মহানগর সভাপতি মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ-আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মো. ইউনুস আহমেদ, অধ্যাপক আশরাফ আলী আকন, এ টি এম হেমায়েত উদ্দিন, নাসির আহম্মেদ কাওছার, মুফতি এছাহাক মোহাম্মদ আবুল খায়ের, মাওলানা নেছারউদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর