সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
সংসদীয় কমিটির বৈঠক

বাণিজ্যিক ভবনে সিনেপ্লেক্স রাখার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের ক্ষেত্রে প্রতিটিতে বাধ্যতামূলকভাবে সিনেপ্লেক্স রাখার শর্ত জুড়ে দিয়ে চলচ্চিত্র নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে বিদ্যমান সব সিনেমা হলকে ডিজিটাল সিনেমা হলে রূপান্তর করার সুপারিশ করা হয়েছে।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ। এতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সিমিন হোসেন রিমি ও সুকুমার রঞ্জন ঘোষ অংশগ্রহণ করেন।

কমিটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এর সামনে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করে সিনেপ্লেক্সসহ শপিংমল, রেস্টুরেন্ট, শুটিং স্পট এবং এফডিসির জন্য ভাসানটেকে অধিগ্রহণকৃত জমিতে বাণিজ্যিকভিত্তিতে বহুতল ভবন নির্মাণ করে আয়বর্ধক কর্মসূচি গ্রহণ করার সুপারিশ করে। এই সঙ্গে বিশ্বের ৩২ কোটি বাঙালি দর্শকের জন্য ভালমানের চলচ্চিত্র নির্মাণ এবং এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের প্রতি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর