সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে

নিজস্ব প্রতিবেদক

পুলিশ ক্লিয়ারেন্সের জন্য এখন থেকে ঘরে বসেই কম্পিউটার ও মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনেই আবেদন করতে পারবেন বিদেশগামী বা বিদেশে বসবাসকারীরা। এর ফলে আবেদনকারীকে সশরীরে থানায় আসার প্রয়োজন হবে না। আবেদনের জন্য www.police.gov.bd এড্রেসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও সরকারি ফি পরিশোধের চালান স্ক্যান করে আপলোড করতে হবে। গতকাল বিকালে রাজধানীর রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে ‘অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স’ শীর্ষক এ সেবার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বাংলাদেশ পুলিশ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার প্রমুখ।

এ সময় জানানো হয়, আবেদনের পর অনলাইনে বা মোবাইল ফোনের মাধ্যমে কাজের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানা যাবে। ক্লিয়ারেন্স সার্টিফিকেট ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর, পুলিশ সুপার বা উপ-কমিশনারের প্রতিস্বাক্ষর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন হওয়ার পর আবেদনের সময় উল্লিখিত স্থান থেকে সশরীরে এটি সংগ্রহ করতে পারবেন। অথবা কুরিয়ারের ফি পরিশোধ সাপেক্ষে ঘরে বসেই সার্টিফিকেট নিতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর