মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নড়াইলে ৭ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন

নড়াইল প্রতিনিধি

বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের ৯২তম জন্ম জয়ন্তী উপলক্ষে নড়াইলে সাত দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন সুলতান মঞ্চ ও মাঠে মেলার উদ্বোধন করা হয়। এস এম সুলতান মেলা উদযাপন পর্ষদ জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে নড়াইল জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এসময় সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সোহবার হোসেন বিশ্বাস ও পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধান অতিথি ফিতা কেটে সুলতান আর্ট গ্যালারির উদ্বোধন এবং মেলা পরিদর্শন করেন।

জানা যায়, মেলার বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে—চিত্র প্রদর্শনী, লাঠিখেলা, কুস্তি প্রতিযোগিতা, হ্যান্ডবল, ষাঁড়ের লড়াই, ঘোড়ার গাড়ির দৌড়, সেমিনার, আলোচনা অনুষ্ঠান এবং সুলতান পদক প্রদান। প্রতিদিনই স্থানীয় ও আগত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলা উপলক্ষে রকমারি পণ্যের শতাধিক স্টল বসানো হয়েছে। এবার সুলতান পদক পাচ্ছেন বরেণ্য শিল্পী হাশেম খান।

সর্বশেষ খবর