মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অর্থনীতি দুরন্ত ঘোড়ার মতো এগিয়ে চলছে

—এফবিসিসিআই সভাপতি

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেছেন, বাংলাদেশ অর্থনীতির দিক থেকে দুরন্ত ঘোড়ার মতো এগিয়ে চলছে। ব্যাংক সুদের হার কমিয়ে আনা ও জ্বালানি সমস্যা সমাধানসহ বিনিয়োগের অন্যান্য সূচকও ইতিবাচক। ফলে এবার চলতি ২০১৬-১৭ অর্থবছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশের ঘরে পৌঁছাবে বলে আশাবাদ প্রকাশ করেছেন এই ব্যবসায়ী নেতা।

গতকাল রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআইর সঙ্গে ঢাকায় সফররত ভারতের মুসলিম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-আইএমসিসিআইর বাণিজ্য প্রতিনিধি দলের মধ্যকার দ্বিপক্ষীয় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আবদুল মাতলুব আহমাদ। এতে আরও বক্তব্য দেন আইএমসিসিআই চেয়ারম্যান মোহাম্মদ দাউদ খানসহ বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা।

আইএমসিসিআই চেয়ারম্যান মোহাম্মদ দাউদ খান বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী মুসলিম ব্যবসায়িক একটি দেশ। বাংলাদেশের সঙ্গে প্রতিনিয়ত আমাদের ব্যবসার প্রসার ঘটছে।

সর্বশেষ খবর